বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। এ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জের সাবেক চারজন সংসদ সদস্য শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু ও কায়সার হাসনাতসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সিদ্ধিরগঞ্জের আদমজী রুটের আমিননগর পাওয়ার হাউজের সামনে আসামিরা ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়তে থাকে চারদিকে। সন্ধ্যা ছয়টার দিকে তার ভাই মিনারুলকে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিনারুলকে হত্যার সঙ্গে এজহারে উল্লিখিত আসামিরা জড়িত।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, আন্দোলনে সিদ্ধিরগঞ্জে নিহত সৈয়দ মোস্তফা কামাল রাজুর মৃত্যুর ঘটনাতে একই দিন আরও একটি মামলা দায়ের করা হয় সিদ্ধিরগঞ্জ থানায়। হত্যা মামলাটি করেছেন নিহতের স্ত্রী আকলিমা বেগম।