বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান যুক্ত হতে যাচ্ছেন মন্ত্রিসভায়। মাদারীপুর-২ আসন থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনে অষ্টমবারের মতো নির্বাচিত এই সংসদ সদস্যকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা।
শাজাহান খান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।
১লা জানুয়ারি ১৯৫২ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন শাজাহান খান। বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ১৯৭১ সালে প্রথমে মুক্তিবাহিনী পরে মুজিব বাহিনীর সদস্য ছিলেন।
তিনি ১৯৮৬ সালে সর্বপ্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। সেই আসন থেকেই ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
শাজাহান খান নৌপরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২০০৯ সালের ৩১ জুলাই।