বাংলাদেশ সচিবালয় ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার আশপাশে সকল ধরনের সভা-সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) মধ্যরাতে এক গণবিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ নিষেধাজ্ঞা আরোপ করে।
বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়:
“সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারা মেতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৬ আগস্ট (সোমবার) থেকে বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভ দেখানো ইত্যাদির মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো।”
উল্লেখ্য, রবিবার (২৫ আগস্ট) চাকরি জাতীয়করণ ও রেস্ট প্রথা বাতিলের দাবিতে আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়। এরপর সচিবালয় এলাকায় সৃষ্টি হয় দিনব্যাপী যানজটের। পরে আনসারদের একাংশ সন্ধ্যায় সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে আটকে রাখে। পরে সমন্বয়কদের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ে গেলে আনসারদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ৩৫ শিক্ষার্থী আহত হন। পরে শিক্ষার্থীরা আনসারদের হটিয়ে সচিবালয়ে আটকা পড়া উপদেষ্টা ও সমন্বয়কদের পাশাপাশি সকল কর্মকর্তাকে বের করে আনেন।
- আর আহমেদ