লক্ষ্মীপুরে অবৈধভাবে সড়ক দখল করে সেপটিক ট্যাংক তৈরি করায় মজিবুর রহমান ফারুক নামে এক আওয়ামী লীগ নেতাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মোল্লার হাটে এ ঘটনা ঘটে।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
তিনি জানান, অবৈধভাবে সড়ক দখল করে ফারুক সেপটিক ট্যাংক নির্মাণ করেছেন। ক্ষতিগ্রস্ত সড়কটি আগামী ৩ দিনের মধ্যে ঠিক করে দেবেন বলে ফারুক জানিয়েছেন। একই সঙ্গে পরিবেশ আইনে তাকে জরিমানাও করা হয়।
ফারুক চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য।