চিত্রনায়িকা পূজা চেরি সবসময় সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন। মায়ের মৃত্যুজনিত শোক এখনও কাটিয়ে উঠতে না পারলেও, তাকে স্বাভাবিক জীবনে ফিরতে হয়েছে। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে খুব অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার কিছু বক্তব্য ব্যাপক আলোচনা তৈরি করেছে।
সাক্ষাৎকারে পূজা চেরি বলেন, “আমি সত্যের পক্ষে থাকতে পছন্দ করি। আর আমি কখনও সুবিধাবাদী ছিলাম না। যেটা সত্য, সেটার পক্ষে থাকাটা জরুরি।” তিনি আরও বলেন, “আমার সবকিছুই ভালো লাগে—নতুন বাংলাদেশ, পুরোনো বাংলাদেশ। সবকিছু মিলিয়ে আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি। যেহেতু আমি কোনো কিছুতে জড়িত ছিলাম না, আমার মনে হয় সত্যের পক্ষে থাকাটাই গুরুত্বপূর্ণ, সেটা যে পক্ষেই হোক।”
তিনি আরও জানান, ক্যারিয়ারে কখনো সুবিধাবাদী আচরণ করেননি বা কারও ক্ষতি করে সফলতার চেষ্টা করেননি। পূজার ভাষায়, “আমি ভালো জায়গা থেকে কখনও সুবিধা নেইনি এবং কারও ক্ষতি করে খারাপ মন্তব্য করিনি।”
অভিনেত্রী বলেন, “আমি চাই দর্শকদেরকে ভালো কাজ উপহার দিতে, যাতে তারা আমার কাজ উপভোগ করতে পারে। বর্তমানে কিছু কাজের প্রস্তাব চলছে, সেগুলোর দিকে মনোযোগ দিচ্ছি।”
উল্লেখ্য, পূজা চেরির বিনোদন জগতে যাত্রা শুরু হয় শিশুশিল্পী হিসেবে। ছোটবেলায় তিনি বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে সমানতালে কাজ করেছেন। নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা ছিল ‘নূরজাহান,’ যেখানে তার বিপরীতে ছিলেন কলকাতার অভিনেতা আদৃত।