বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সংসারে আসছে নতুন সদস্য। দীপিকা সেপ্টেম্বরেই মা হতে চলেছেন এবং এখন জানা গেছে, ঠিক কবে আসছে সেই শুভ দিনটি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীপিকা ও রণবীর চলতি বছরের ফেব্রুয়ারিতে সুখবর ঘোষণা করেছিলেন এবং জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই তাদের প্রথম সন্তান আসবে।
সম্প্রতি জানা গেছে, দীপিকা ২৮ সেপ্টেম্বর সন্তানের জন্ম দেবেন, এবং এই তারিখে রয়েছে একটি চমক—২৮ সেপ্টেম্বর রণবীর কাপুরেরও জন্মদিন।
দীপিকা দক্ষিণ মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হবেন বলে জানা গেছে।
শুরুতে শোনা যাচ্ছিল, সন্তান জন্ম দেওয়ার আগে দীপিকা ও রণবীর লন্ডনে চলে যাবেন এবং সেখানকার একটি হাসপাতালে সন্তান জন্ম দেবেন।
দীপিকা মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন এবং ২০২৫ সালের মার্চে কাজ শুরু করবেন।
দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়, যা অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করা হয়েছিল। দীপিকা দীপাবলিতে ‘সিংহম এগেইন’ সিনেমায় ফিরে আসবেন।
দীপিকা ও রণবীরের প্রেমের শুরু হয়েছিল ২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রামলীলা’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে। এর পর ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’, ও ‘৮৩’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা।