আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৪টি জেলার ওপর দিয়ে তীব্র ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, অন্যান্য অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।
অন্যদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। মৌসুমি বায়ুও বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে। ফলে দেশের সব বিভাগে বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা আছে। এই ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা কয়েক দিন ধরে চলতে পারে।