বাংলাদেশের পোশাক খাত নিয়ে কোনো হুমকি নেই জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ছাত্রজীবন থেকে চ্যালেঞ্জ নিয়ে এ পর্যন্ত এসেছি। সামনে যত চ্যালেঞ্জই থাকুক না কেন, লক্ষ্যে পৌঁছাতে পারব।সব সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।
শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর কবির নানক বলেন,মোহাম্মদপুর, আদাবর ও শেরে-বাংলা নগরের সর্বস্তরের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তাদের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাব।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের বিজয়কে সুনিশ্চিত করতে হবে।