এলজিবিটিকিউ বা সমকামিতা আন্দোলনকে নিষিদ্ধ করেছে রাশিয়া। এই আন্দোলনকে উগ্রপন্থা হিসেবে উল্লেখ করে দেশটিতে এর কার্যক্রম নিষিদ্ধ করেছে রুশ সুপ্রিম কোর্ট। পাশাপাশি রাশিয়ায় সমকামিতা সম্পর্কিত সব ধরণের প্রচারণা নিষিদ্ধ করা হচ্ছে। কোনো ভাবে সমকামিতাকে উৎসাহিত করা যাবে না এবং এর প্রশংসা করা যাবে না। এই নিষেধাজ্ঞার ফলে যেকোনো এলজিবিটি কর্মীকে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে। এই কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে বলা হয়, এলজিবিটিকিউ সম্প্রদায় সামাজিক ও ধর্মীয় বিভেদকে উসকে দিচ্ছে। যা চরমপন্থী কার্যকলাপের সামিল।
২০১৩ সালে পাস হওয়া আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়স্কদের মধ্যে সামাজিক স্বীকৃত যৌনাচারের বাইরে কোনো যৌনতা অনুমোদিত হবে না। আইনে বলা হয়েছে, যারা এলজিবিটি প্রোপ্যাগান্ডা ছড়াবে তাদেরকে চার লাখ রুবল জরিমানা দিতে হবে। বিদেশী কেউ যদি এই কাজ করে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে এবং ১৫ দিন পর্যন্ত আটকে রাখা যাবে। প্রয়োজনে তাকে রাশিয়া থেকে বের করে দেয়া হবে।