বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ৭ দিনের জন্য সম্প্রচার বন্ধের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানির জন্য আগামী রোববার (২৫ আগস্ট) দিন ধার্য করেছেন চেম্বার আদালত। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
বুধবার (২১ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম এই আদেশ দেন। আইনজীবীরা জানান, চেম্বার আদালত হাইকোর্টের সময় টিভি এক সপ্তাহ বন্ধের আদেশ স্থগিত করেননি। ফলে, সময় টিভির সম্প্রচার আপাতত বন্ধই থাকবে।
সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার সাকিব মাহবুব। এছাড়া, সময় মিডিয়া লিমিটেডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট ফারজানা খান নীলা।
উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশনা মেনে সময় টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিটের পর থেকে চ্যানেলটির সম্প্রচার আর দেখা যায়নি, তবে তাদের অনলাইন নিউজ পোর্টাল সচল রয়েছে।
এমএ//