সময় টিভির সম্প্রচার এক সপ্তাহের জন্য বন্ধ করার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি দাবি করেছেন, আপিলের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সম্প্রচার বন্ধ রাখা উচিত হবে না।
সোমবার (১৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, এক আদালতে বিচারাধীন মামলার তথ্য গোপন রেখে সময় টিভির সম্প্রচার বন্ধের জন্য আরেক আদালতে রিট দায়ের করা হয়েছে। বিচারপতি বিষয়টি জানতেন না, এমনটি জানানোর পর তিনি চেম্বার আদালতে যাওয়ার পরামর্শ দেন।
তিনি আরও জানান, একই বিষয়ে কোম্পানি আদালতে একটি আবেদন রয়েছে, যা আদালত গ্রহণ করেছে এবং ২২ আগস্ট শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। কোম্পানি আদালতও সম্প্রচার বন্ধের আবেদন করেছিল, কিন্তু সে আবেদন মঞ্জুর হয়নি। এরপর এটি আরেকটি আদালতে আপিল করা হয়েছে।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেছেন, সিটি গ্রুপ অতীতে আওয়ামী লীগকে অর্থ সাহায্য করত এবং বর্তমানে তারা ৬০-৭০টি কারখানায় ভাঙচুরের আশঙ্কায় সময় টিভি বন্ধ করতে চায়। তার মতে, কোনো কোম্পানি বন্ধ করার জন্য এই ধরনের যুক্তি গ্রহণযোগ্য নয়। তিনি জানান, যদি কোনো অপরাধ ঘটে তবে তার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত, তবে টেলিভিশন চ্যানেল বন্ধ করার কোনো যুক্তি নেই।
তিনি আরোও জানান, “আজকের মধ্যে রায়ের কাগজ পেলে তারা আগামীকাল আপিল করবেন। তারা আশা করেন, আপিলের আগে পর্যন্ত সম্প্রচার বন্ধ রাখা উচিত নয়।”