সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদনের প্রেক্ষিতে এই আদেশ জারি করেছে হাইকোর্ট বেঞ্চ।
সোমবার (১৯ আগস্ট) বিচারপতি শশাঙ্ক, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ১৪ আগস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের ঘটনাকে কেন্দ্র করে আদালতে আবেদন করা হয়।
আদালতে আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে সিটি গ্রুপের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম।
প্রসঙ্গত, গত ১০ আগস্ট গুলশানের সিটি হাউসে পরিচালনা পর্ষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়। একই সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শম্পা রহমানকে নির্ধারণ করা হয়।