অফিস সময়ের পর সরকারি গাড়িতে নারী মেডিকেল অফিসারকে নিয়ে ভ্রমণে বেরিয়ে নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষ পড়েছেন শোকজের মুখে।
সিভিল সার্জন ডা. সাজেদা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্ত চিকিৎসক ডা. শশাঙ্ককে পাঁচ কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি গাড়ি ব্যবহার করে এক নারী অফিসারকে নিয়ে ব্যক্তিগত কাজে যান ডা. শশাঙ্ক। সেখানে গাড়ি থামিয়ে নারী মেডিকেল অফিসারকে লাঞ্ছিত করেন।
চিঠিতে আরোও বলা হয়, ‘এমন ভ্রমণে যাওয়া শোভনীয় নয়। এ ধরনের ঘটনায় স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। পাঁচ কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অভিযুক্ত ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ‘সময় মতো আমি আমার জবাব দিবো।’