সব বিচারপতিদের নিয়ে প্রধান বিচারপতির ডাকা সর্বোচ্চ আদালতের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (১০ আগস্ট) সকাল ১০টায় সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমান পরিস্থিতিতে আদালত পরিচালনার কৌশল এবং বিবিধ বিষয়ে আলোচনার লক্ষ্যে সকাল সাড়ে ১০টায় ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি। তবে সভাটি স্থগিত করা হলেও কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি।
এর পূর্বে, প্রধান বিচারপতিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে তার পদত্যাগের দাবি জানিয়ে ফুলকোর্ট সভা স্থগিতের আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তারই পরিপ্রেক্ষিতে সভাটি স্থগিত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে।
রুশু//