ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েই দল গঠনের কাজে হাত দিয়েছেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদে অবস্থান করেই কোচিং স্টাফ সাজাচ্ছেন ইতালিয়ান এই কোচ। ব্রাজিলের ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিলের তথ্যমতে, আনচেলত্তি তার সহকারী হিসেবে সাবেক ব্রাজিলিয়ান তারকা কাকাকে যুক্ত করতে আগ্রহী এবং এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগও করেছেন।
আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব নেবেন ২৬ মে। এরপর মাত্র দশ দিনের মাথায় শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। সময় স্বল্পতার কারণে আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছেন এই অভিজ্ঞ কোচ।
কাকা ও আনচেলত্তির সম্পর্ক দীর্ঘ দিনের। এসি মিলান সময়ে আনচেলত্তির অধীনে খেলেছিলেন কাকা, যেখানে তিনি ক্যারিয়ারের সেরা সময় পার করেন। এবার সেই প্রাক্তন শিষ্যকেই কোচিং টিমে নিতে আগ্রহী আনচেলত্তি। পাশাপাশি, তিনি মিডফিল্ডার ক্যাসেমিরোকেও দলে ফেরানোর কথা ভাবছেন।
২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জেতা ব্রাজিলের অন্যতম সদস্য ছিলেন কাকা। তাকে স্টাফে যুক্ত করলে দলের সংস্কৃতি ও মানসিকতা বোঝা সহজ হবে বলেও ধারণা করা হচ্ছে। আনচেলত্তির ছেলে দাভিদ আনচেলত্তি এতদিন রিয়ালে তার সহকারী ছিলেন। তবে গুঞ্জন রয়েছে, আগামী মৌসুমে তিনি স্কটিশ ক্লাব রেঞ্জার্সের প্রধান কোচ হতে পারেন। সেক্ষেত্রে কাকাই হতে পারেন ব্রাজিল দলে আনচেলত্তির মূল সহকারী।