হাবিপ্রবি প্রতিনিধি
উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো হলের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আইভি রহমান হল প্রশাসন। ‘সাঁঝের মায়া’ নামের এই বিদায় অনুষ্ঠানে ১৬ ব্যাচের শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা উপহারের মাধ্যমে বিদায় দেয় হল প্রশাসন ও অনুজ শিক্ষার্থীরা।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় আইভি রহমান হলে উক্ত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইভি রহমান হলের হল সুপার প্রফেসর আদিবা মাহজাবীন নিতু সহকারী হল সুপার হাসি সাহা এবং ড. মো. আজিজুল হক। এছাড়াও আরো উপস্থিত ছিল হলের আবাসিক শিক্ষার্থীরা।
বিদায়ী ১৬ ব্যাচের শিক্ষার্থী তামান্না নিশাত আবেগ আপ্লুত হয়ে সৃতিচারণ করে বলেন, হলের ছোট রুমে, ছোট একটা চেয়ার টেবিল আর বেড এর ওপর যে এত মায়া জন্মাবে এটা কখনো কল্পনা করি নি। আর কখনো হয়তো ক্যান্টিনের মামা আপুর হাসি দেখা হবে না। সবাইকে অনেক মিস করবো।
বিদায়ী আরেক শিক্ষার্থী নুরি মারজানা সুন্দর আয়োজনের জন্য হল প্রশাসনসহ সকলকে ধন্যবাদ দিয়ে বলেন, আমরা যাওয়ার পরে আবার অনেকে অনেক দূর থেকে এসেছি এই মুহূর্তটার সাক্ষী হতে। যাদের থেকে বিদায় নেওয়া হয় নি সেরকম ভাবে তাদের থেকেও অফিসিয়ালি বিদায় নিলাম। জুনিয়রদের জন্য শুভকামনা রইলো তারা যেন হলের সুন্দর পরিবেশ বজায় রাখে। সর্বোপরি আমরা যারা চলে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে পরবর্তী জীবনেও সফল হতে পারি।
প্রধান অতিথির বক্তব্যে হল সুপার প্রফেসর আদিবা মেহজাবিন নিতু বলেন, আমরা খুব অল্প সময়ে বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছি। সামনে বছর সকলের সহযোগিতায় আরো বড় পরিসরে হলের আবাসিক শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করবো। যারা আবাসিক আছো আমি হয়তো তোমাদের বিভিন্ন কারণে বকাঝকা করেছি সেগুলো তোমাদের ভালোর জন্যই করেছি কর্মজীবনে গেলে তোমরাও বুঝতে পারবে। সাধারণত ফুল দিয়ে বরণ করা হয় আমরা বিদায় দিচ্ছি ফুল দিয়ে এর মধ্য দিয়ে নতুন জীবনে তোমাদের শুভকামনা জানাচ্ছি।
এছাড়াও হল সুপার বিদায়ী শিক্ষার্থীদের পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে অবস্থানের জন্য হলে গেস্টরুমের ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন।
নাঈম ইসলাম সংগ্রাম
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়