স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্যাম্পাস’ বিনির্মাণে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে কর্মী সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ।
গতকাল বুধবার (১০ জুলাই) রাত ৮টায় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের টিভি রুমে একটি কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সভার পরিচালনা করেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মজুমদার।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মনজুরুল ইসলাম নাহিদ, রতন কুমার রায়, নাইমুল ইসলাম, রাকিব হোসেন রেদোয়ান যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হাফিজ, শাহিন আলম ও তরিকুল ইসলাম তরুনসহ শতাধিক নেতাকর্মী।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জন্মের পর থেকেই শিক্ষার্থীদের উন্নয়নে এবং শিক্ষার্থীদের পাশে থেকে তাদের প্রতিকূলতা, দুর্ভোগের সময়ে নিঃস্বার্থভাবে কাজ করছে। বর্তমানে দেশে যে কোটা আন্দোলন চলছে আমরা সাধারণত শিক্ষার্থীদের আন্দোলনকে সম্মান জানিয়ে আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে বলবো। এবং আশা করবো অতিদ্রুত এর একটা যৌক্তিক সমাধান হবে।