রাজধানী সরকারি তিতুমীর কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাংস্কৃতিক ও ভোজন ভোগ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান দুই ভাগে বিভক্ত করা হয়।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় ক্যাম্পাসের অডিটোরিয়াম সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এবং প্রশাসনিক ভবনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সেমিনারে রুমে দুপুরের খাবার আয়োজন করা হয়।
সাংস্কৃতিক ও ভোজন ভোগে নবীন শিক্ষার্থী থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। জনপ্রতি চাদা তুলা হয় ২০০ টাকা করে।
অনুষ্ঠানে আয়োজক আলা উদ্দিন মিনহাজ বলেন, “বাঙ্গালীর রয়েছে চার হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি। দক্ষিণ এশিয়ায় বাংলা অঞ্চলের রয়েছে স্বকীয় ঐতিহ্য এবং স্বতন্ত্র সংস্কৃতি। বাংলা ছিল তৎকালীন সময়ের সবচেয়ে ধনী অঞ্চল। বাংলা অঞ্চল ছিল তৎকালীন সময়ের উপমহাদেশীয় রাজনীতির এবং সংস্কৃতির প্রাণকেন্দ্র। এখনো বাংলা দক্ষিণ এশীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এবং বাঙালি সংস্কৃতির উৎসবগুলো বিশ্বব্যাপী সমাদৃত। সেই সংস্কৃতি চর্চার অংশ হিসেবে আমাদের আজকের অনুষ্ঠান। আমি মনে করি এ ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখে।”
আয়োজক কমিটি আকাশ বলেন, “অনুষ্ঠানে আয়োজন সফল করতে পেরে ভালো লাগছে। এতো কম টাকার ভিতরে ভাত, মাছ, গরুর মাংস ও ডাল খাবার আয়োজন করতে পেরেছি।”
এছাড়াও অনুষ্ঠান আয়োজক ও উপস্থাপন হিসাবে ছিলেন আলা উদ্দিন মিনহাজ ও আনিসুর রহমান। সহযোগি আয়োজক হিসাবে ছিলেন আশরাফুল আলম আকাশ, সুজন মিয়া, মুন্না, আল আমিন, হৃদয়, মুজাহিদ, রবিউল, ইকরা শাহরিয়ার, মেহেদী ও ইথার।