সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলাকে ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতি দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। সাকিব কখনোই অমানবিক কাজ করতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ সোমবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেছেন মুশফিকুর রহিম। পাশাপাশি বাঁ’হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য সাকিবকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ফেসবুক স্টেটাস এর মাধ্যমে তিনি বলেছেন ” সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত। আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি বিশ্বাস করি সাকিব কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না।”
উল্লেখ্য, গত ৫ আগস্ট ঢাকার রিং রোডে বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ রুবেল নামে এক পোশাককর্মীর মৃত্যু হয়। রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাকিব আল হাসানসহ ১৫৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় সাকিবকে তালিকায় ২৮ নম্বর আসামী দেখানো হয়েছে।
এমএ//