সাকিব আল হাসানকে ‘স্বার্থপর’ বলে আখ্যা দিলেন মেহের আফরোজ শাওন, যদিও এটি ছিল এক ধরনের রসিকতা। সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে জনপ্রিয় অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন কিছুটা বিপাকে পড়েছেন বলে জানা গেছে। গতকাল তিনি এক ফেসবুক স্ট্যাটাসে তার এই অবস্থার কথা তুলে ধরেন।
এদিকে, ক্রিকেট তারকা সাকিব আল হাসানের বিরুদ্ধে গার্মেন্টসকর্মী হত্যা মামলা হওয়া নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা চলছে। সাকিবের রাজনৈতিক অবস্থানের কারণে অনেকে তার খেলার অসাধারণ অর্জনগুলো উপেক্ষা করে তীব্র সমালোচনা করছেন, তবে তার খেলার দক্ষতার প্রশংসাও কেউ কেউ করতে ভোলেননি।
গত শনিবার শাওন তার ফেসবুকে সাকিবের বিরুদ্ধে মামলার খবরের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “গতকাল থেকে বারবার ২/৩ লাইন লিখছি আর মুছে ফেলছি। মত প্রকাশ করা বাদ দেই, খামোখা নতুন নতুন বিশেষণে বিশেষায়িত হয়ে লাভ কি! বাংলাদেশের পক্ষে দুর্দান্ত সব ইনিংস খেলার এটাই হয়তো পুরস্কার!”
এ পোস্টে সাংবাদিক জিনাত জোয়ার্দার রীপা মন্তব্য করেন, “বাকস্বাধীনতার যুগে লিখে মুছেন কেন আপু? ছি! কিন্তু কথা হলো, এক্স-ওয়াইফ (প্রখ্যাত অভিনেত্রী রোকেয়া প্রাচী)কেও তো ছাড়েনি, তাহলে আপনার মতো দুষ্টু শাশুড়ির সঙ্গে কী করবে, জানি না বাপু!” শাওন উত্তরে লেখেন, “আগে ফেসবুকে কিছু লিখতে গিয়ে এত মুছতে হয়নি রে আপু!””
আজ আবার একটি স্ট্যাটাসে শাওন সাকিব আল হাসানকে মজা করে ‘স্বার্থপর’ আখ্যা দিয়েছেন। তিনি চলমান টি-টোয়েন্টি ম্যাচে সাকিবের বিশ্বরেকর্ড গড়ার একটি ছবি শেয়ার করে লিখেছেন, “স্বার্থপর একটা। এখনও শুধু নিজের লাভ (বিশ্বরেকর্ড) দেখছে!”
এমএ//