ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীতে নিহত গার্মেন্টসকর্মী রুবেল হোসেনের মৃত্যুর ঘটনায় আদাবর থানায় দায়ের করা মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে। কিন্তু মামলার বাদী রফিকুল ইসলাম নিজেই জানেন না, তার ছেলের হত্যা মামলায় সাকিবকে আসামি করার বিষয়টি।
রফিকুল ইসলাম জানিয়েছেন, মামলায় সাকিবকে কেন আসামি করা হয়েছে তা তিনি জানেন না। এজাহারে তিনি কেবল সই করেছেনে। তার দুঃসম্পর্কের ভাতিজা শিবলি আহমেদ এজাহার লেখার বিষয়টি দেখেছেন।
গত ৫ আগস্ট সরকার পতনের একদফা দাবিতে বের হওয়া মিছিলে অংশ নেন রুবেল। মিছিলে গুলিবিদ্ধ হন রুবেল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৭ আগস্ট মারা যান। তার বাড়ি নীলফামারীর সদর থানার ধোবা গ্রামের আগাজীপাড়ায়।
গত বৃহস্পতিবার (২২ আগস্ট) নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৫৬ ব্যক্তি ও সংগঠনসহ আরও অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জন আসামির বিরুদ্ধে মামলা করেন। মামলাটিতে ২৮ নম্বর আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে এবং এই ঘটনায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ নিয়ে বাদী রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে সেই ভাতিজার পরামর্শে ক্যামেরার সামনে তিনি কথা বলতে চাননি। কেবল আসামি সম্পর্কে ধারণা না থাকার বিষয়টি ফোনে জানিয়েছেন রফিকুল ইসলাম।