চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করলেও টুর্নামেন্টে ঘুরে দাঁড়িয়েছে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৮ উইকেটে জয় লাভ করে রংপুর।
ম্যাচ শেষে দলের অফিশিয়াল সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহান বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখানে আমরা (সিলেটে) দুটি ম্যাচ জিতেছি, আমাদের পরের ম্যাচ তিন তারিখে।’
কুমিল্লার বিপক্ষে শেষ ওভারে বল হাতে দেখা যায় সাকিব আল হাসানকে। চোখের সমস্যার কারণে ব্যাট করতে কষ্ট হচ্ছে সাকিবের। শতভাগ ফিট না থেকেও এবারের আসরে খেলে যাচ্ছেন তিনি।
সাকিব আল হাসানকে নিয়ে দলটির অধিনায়ক বলেন, ‘সাকিব ভাই বিশ্বের সেরা অলরাউন্ডার, আমার কাছে মনে হয়ে আমাদের দলের জন্য সাকিব ভাইয়ের মাঠে উপস্থিত থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’টুর্নামেন্টের শেষের দিকে সাকিব ভাইকে আমরা পুরো দমে পাব।’
পাঁচ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকার তিনে আছে রংপুর।