সাগর রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত করতে হবে। এক্ষেত্রে সহায়তা করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সচিবালয়ে এক ব্রিফিংয়ে রোববার (১৮ আগস্ট) সকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় স্বাধীন গণমাধ্যম কমিশনের প্রাথমিক পরিকল্পনা আছে বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে। সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে। তবে, সেন্সর বোর্ড থাকবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলেও উল্লেখ করেন।