সাতক্ষীরার কলারোয়া উপজেলা সীমান্ত থেকে ০১টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি, ০১টি ম্যাগাজিন এবং ১.৯৯৫ কেজি রুপার গহনাসহ তরিকুল ইসলাম নামে একজনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২৩ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তরিকুল ইসলাম মৃত-লুৎফর রহমানের ছেলে এবং দক্ষিণ ভাদিয়ালী গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি সাতক্ষীরা কাকডাঙ্গা সীমান্ত থেকে দক্ষিন ভাদিয়ালী এলাকা দিয়ে অস্ত্র-গোলাবারুদ ও রুপা বাংলাদেশে পাচার হবে। এসময় আমার একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহন করে। এ সময় আভিযানিকদল বর্ণিত স্থান হতে তরিকুল ইসলামকে আটক করতে সক্ষম হয় এবং তার সহযোগী আবদুল গফফার পালিয়ে যাওয়া যায়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার ব্যাগে রক্ষিত ০১টি বিদেশী পিস্তল (কপি, মেইড ইন ইউএসএ নামাঙ্কিত), ০৩ রাউন্ড গুলি, ০১টি ম্যাগাজিন ও ১.৯৯৫ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়।
আটককৃত আসামি তরিকুল ইসলামের বিরুদ্ধে কলারোয়া থানায় ৪ টি মাদক মামলা এবং পলাতক আসামী আব্দুল গফফারের বিরুদ্ধে ০২ টি অস্ত্র মামলা রয়েছে।
আটক ও পলাতক ব্যাক্তির বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামী ও অস্ত্র- গোলাবারুদ থানায় হস্তান্তর এবং রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।