সাতক্ষীরায় রাতে আশ্রয় দেওয়ার কথা বলে শান্তনা নামে এক নারীকে ডেকে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে।
গত সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাতে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারীর বাড়ি সাতক্ষীরার আশাশুনি থানায়। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী নারীর পিতা জানান, আমার মেয়ের মানসিক সমস্যা রয়েছে। সোমবার সন্ধ্যায় সে ঢাকায় যাবে বলে বাড়িতে চলে আসে। পরে রাত ১১টার দিকে সাতক্ষীরা নিউ মার্কেট এলাকায় ঘোরাঘুরি করতে থাকে। পরে তাকে দেখে জনি নামের একজন ব্যক্তি তাকে রাতে আশ্রয় দেওয়ার নাম করে পলাশপোল এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে ৩ থেকে ৪ জন যুবক মিলে তাকে ধর্ষণ করে।
তিনি আরো জানান, আমার মেয়েকে খোজাখুজির একপর্যায়ে পলাশপোল এলাকায় অচেতন অবস্থায় দেখতে পাই। কিন্তু স্থানীয় যুবকরা মেয়েকে আমার কাছে না দিয়ে মেম্বরকে ডাকে। পরে মেম্বর আমার কাছে তুলে দেয়। আমি হাসপাতালে ভর্তি করি।
সাতক্ষীরা সদর হাসপাতালের ডাক্তার (গাইনী ও প্রসূতি) ডা: সোমা রাণী দাশ বলেন, কি ঘটনা ঘটেছে পরীক্ষা ছাড়া কোন কিছুই বলা সম্ভব না।
এঘটনায় থানা পুলিশ ও সেনাবাহিনীর কাছে অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী নারীর পিতা।
রয়/আরএ//