দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১০ সালে বিয়ে করেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। তাঁদের একটি পুত্রসন্তানও আছে। কিন্তু কয়েক মাস ধরেই তাঁদের বিয়েবিচ্ছেদ নিয়ে আলোচনা চলছিল।
সেই আলোচনা ভেঙে ফের বিয়ে করলেন তিনি। ২০ জানুয়ারি ইনস্টাগ্রামের পাতায় সদ্যবিবাহিত স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে নতুন জীবনের খবর দেন শোয়েব।
একটি ফটোশুটে শোয়েবের সঙ্গে প্রথম আলাপ হয় সানার। সেখান থেকেই প্রেমের সূত্রপাত শোয়েব-সানার।
তবে শোয়েবের বিয়ে নিয়ে অনেক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভক্তদের মাঝে। কেউ কেউ যেমন নতুন জুটিকে শুভেচ্ছা জানাচ্ছেন, তেমনি অনেকেই লিখেছেন, ‘সানিয়ার কী হলো?’ কেউ আবার লিখছেন, ‘আল্লাহ আপনার জন্য কতগুলো জুটি বানিয়েছেন?’