সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে তাঁকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সূত্র জানায়, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে নূরুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছে।
চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে একে একে আওয়ামী সরকারের বহু মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের জোট শরিক দলের নেতাকর্মীসহ অন্তত ৩৪ জনকে গ্রেপ্তার হয়েছেন।
আরএস