চট্টগ্রামের রাউজানে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এবং তার ছেলে ফারাজ করিম চৌধুরীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করে এবং বাকিদের অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলাটি রেকর্ড করা হয়েছে শুক্রবার (২৩ আগস্ট) রাতে রাউজান থানায়। অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের একটি কার্যালয়ে ভাঙচুর এবং কোটি টাকার মালামাল লুট করা হয়েছিল। এই অভিযোগে মামলাটি করেছেন সংগঠনের দলইনগর-নোয়াজিশপুর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন।
মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন সাবেক পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সাবেক সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাশি, এবং আরও অনেক নেতা ও কর্মী। এছাড়া আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
রাউজান থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে জানান, মুনিরীয়া যুব তবলীগ কমিটির দলইনগর-নোয়াজিশপুর শাখার (এবাদত খানা) ভাঙচুরের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
এমএ//