সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডি থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা উত্তর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মো. রবিউল হোসেন ভূঁইয়া বলেন:
“গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ গতকাল বৃহস্পতিবার মাঝরাতে শাজাহানকে গ্রেপ্তার করেছে। তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রাথমিকভাবে।”
শাজাহান খান ১৯৮৬ সালে মাদারীপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে জাতীয় সংসদে প্রবেশ করেন৷ এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি পদেও দায়িত্ব পালন করেন তিনি।
আরএস