সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডি থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা উত্তর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মো. রবিউল হোসেন ভূঁইয়া বলেন:
“গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ গতকাল বৃহস্পতিবার মাঝরাতে শাজাহানকে গ্রেপ্তার করেছে। তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রাথমিকভাবে।”