বিডিএন৭১ ডেস্ক: ঢাকার নিউমার্কেট থানায় দায়েরকৃত এক হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) তাঁকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে আনা ব্যাপক পরিবর্তনের অংশ হিসেবে গত ৬ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে বরখাস্ত করার তথ্য প্রকাশ করা হয়।
উল্লেখ্য, বিগত সরকারের আমলে র্যাবের গোয়েন্দা শাখার অতিরিক্ত মহাপরিচালক হওয়ার পর আলোচনায় উঠে আসেন জিয়াউল আহসান। অবৈধভাবে স্বল্প সময়ে পদোন্নতি পাওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। চাকরিচ্যুত হওয়ার পূর্ব পর্যন্ত সেনাবাহিনীর ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।
রুশু//