আশুলিয়ায় উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা অসৌজন্যমূলক আচরণ, ন্যায্যতার ভিত্তিতে ওভারটাইমের মজুরিপ্রাপ্তিসহ বিভিন্ন দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে পলাশবাড়ী এলাকায় মহাসড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ করেন স্কাইলাইন গ্রুপ নামের পোশাক কারখানাটির শ্রমিকরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও অন্তত ৩টি কারখানার সহস্রাধিক শ্রমিক। এ সময় মহাসড়কটির উভয় লেনে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, গত কয়েক মাস ধরেই নির্ধারিত সময়ের পরেও সরকারি ছুটির দিনসহ অন্যান্য দিনে তাদের কাজ করানো হলেও তাদের ন্যায্য ওভারটাইমের টাকা পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া কর্মকর্তারা তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে দীর্ঘদিন ধরে শ্রমিকরা মানসিক ও শারীরিকভাবে আক্রান্ত হচ্ছেন। দীর্ঘদিন বঞ্চিত হওয়ায় বাধ্য হয়ে তারা আজ মহাসড়ক অবরোধ করেছেন।