সরকারি কাজের বিভিন্ন তদবির ও আবদার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়দের অন্যতম সদস্য আসিফ মাহমুদ।
রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি নিজের ক্ষোভের কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন:
“দায়িত্ব নেয়ার পরপরই বলেছিলাম, ব্যক্তিগত তদবির-আবদার নিয়ে কেউ আসবেন না। এরপরও প্রতিদিন যদি ৫০ জন দেখা করতে আসেন, তার মধ্যে ৪৮ জনই আসেন তদবির নিয়ে।”
নতুন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়তে এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দেশের স্বার্থে ত্যাগের মানসিকতা রাখতে আহবান জানিয়েছেন আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টের বরাতে। পাশাপাশি দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে প্রত্যেকের প্রস্তাবনা, কেমন বাংলাদেশ চাই তা জানাতে আহবান জানিয়েছেন তিনি।
বিএন/আরএস