হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি ভিডিও বার্তা দিয়েছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) রাত আটটার দিকে ফেইসবুকে নিজের ব্যাক্তিগত দেয়ালে পোস্ট করা প্রায় আড়াই মিনিটের ভিডিও বার্তাটিতে ব্যারিস্টার সুমন বলেন, “আমি আপনাদের কোটা সংস্কার আন্দোলনে সবসময় আপনাদের সঙ্গে ছিলাম। এবং এই আন্দোলনে যাঁরা আহত ও নিহত হয়েছেন তাঁদের বিচারের পক্ষেও ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা— আমি আপনাদেরকে এটা বুঝাতে পারিনি। এর জন্য আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি।”
বর্তমানে ছাত্রজনতার দুর্নীতির বিরুদ্ধে সংস্কারধর্মী কর্মকাণ্ডের বিষয়ে সুমন বলেন, “এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন, আমি বহু বছর ধরেই সেই সংস্কারের জন্য কাজ করে যাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে গত ১৫ বছরে যে দু-তিনজন সোচ্চার ছিলেন, আমি তাঁদের মধ্যে একজন।”
বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে এই সাবেক এমপি আরও বলেন, “আমি এস আলম গ্রুপের টাকা পাচারের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করেছি। আওয়ামী লীগের বর্তমান কমিটির প্রচার সম্পাদক মো. আব্দুস সোবহান গোলামের যুক্তরাষ্ট্রে নয়টি বাড়ি থাকা নিয়েও আমি মামলা করেছি। পুলিশের সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধেও আমি দুদকে মামলা করেছি এবং মহান সংসদে তাঁকে নিয়ে কথা বলেছি। কর কর্মকর্তা মতিউর, ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দীনসহ অনেকের দুর্নীতির বিষয়ে কথা বলেছি।”
জীবনের ঝুঁকি সত্ত্বেও এই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে ছাত্রজনতার পাশে থাকতে চান উল্লেখ করে ব্যারিস্টার সুমন আরও যোগ করেন, “কোটা আন্দোলন শুরুর দুই সপ্তাহ আগেও দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় আমি নিজের নিরাপত্তা চেয়ে জিডি করে প্রেস কনফারেন্স করেছি। এখন ছাত্রজনতার নেতৃত্বে দুর্নীতির বিরুদ্ধে আপনারা যে যুদ্ধ শুরু করেছেন— আমিও আমার জায়গা থেকে তাতে শরিক থাকার সর্বোচ্চ চেষ্টা করব।”
আরএস/এমএ//