বাংলাদেশে কিছুতেই যেনো কিছু হচ্ছে না বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্যের দাম। এবার নিত্যপ্রয়োজনীয় পণ্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলা করতে দেশের ৬৪ জেলায় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির ৮ দিনের এই সমাবেশ কর্মসূচি শুরু হচ্ছে আজ।
১০ ফেব্রুয়ারি বিএনপির জোষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সমাবেশের কথা জানানো হয়। রিজভীর দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয় কোথায়, কবে সমাবেশ অনুষ্ঠিত হবে ও কেন্দ্রীয় নেতারা কে কোথায় বক্তব্য দিবেন সে বিষয়টিও।
স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, ১২ ফেব্রুয়ারি লালমনিরহাটে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিরাজগঞ্জে নজরুল ইসলাম খান, ফেনিতে সালাউদ্দিন আহমদ, খুলনায় হাফিজ উদ্দিন আহমদ, ব্রাক্ষ্মণবাড়িয়া ভাইস চেয়ারম্যান বরকর উল্লাহ বুলু, রাজবাড়িতে আসাদুজ্জামান রিপন, পটুয়াখালীতে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সুনামগঞ্জে উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী এবমগ জামাল্পুরে থাকবেন যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী-খান সোহেল।
১২ ফেব্রুয়ারি লালমনিরহাটে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিরাজগঞ্জে নজরুল ইসলাম খান, ফেনীতে সালাহউদ্দিন আহমদ, খুলনায় হাফিজ উদ্দিন আহমেদ, ব্রাক্ষণবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, রাজবাড়ীতে আসাদুজ্জামান রিপন, পটুয়াখালীতে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সুনামগঞ্জে উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী এবং জামালপুরে থাকবেন যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী-খান সোহেল।
আরইউএস