বিশেষ প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন এলাকায় মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটার খবর পাওয়া যায়।
খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশিকুর রহমান জানান, মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা চুয়াডাঙ্গার জীবননগরের উথলীতে লাইনচ্যুত হয়। ফলে খুলনার সঙ্গে আপাতত ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা-খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে নতুন লাইনে চলাচল করে। তাই এটি বাদে অন্য সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ইতিমধ্যে উদ্ধারকাজ পরিচালনার জন্য একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে বলে জানা গেছে।
এ দিকে, দুর্ঘটনার ফলে খুলনা থেকে তিনটি গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রা অনিশ্চয়তার মুখে পড়েছে। রাত ৯টা ১৫ মিনিটে চিলাহাটি অভিমুখী সীমান্ত এক্সপ্রেস, ৯টা ৪৫ মিনিটে যমুনা রেলসেতু হয়ে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা কমিউটার ট্রেন নকশী কাঁথার।
খুলনা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কমিউটার ট্রেনটি সময়মতো ছাড়তে পারে। তবে অন্য ট্রেনগুলোর সময়সূচি নির্ভর করছে উদ্ধার কাজের অগ্রগতির ওপর।
অপর দিকে, ট্রেন চলাচল বন্ধ থাকায় খুলনার বাইরে গমনেচ্ছু যাত্রীরা বিকল্প পরিবহনের খোঁজ করছেন। তবে উত্তরবঙ্গের সান্তাহার, দিনাজপুর, পার্বতীপুর, নীলফামারী বা চিলাহাটিগামী যাত্রীদের অধিকাংশই দুর্ভোগের মধ্যে পড়েছেন। কেননা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে খুলনা থেকে গমনের জন্য যানবাহনের সংখ্যা অপ্রতুল।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ গণমাধ্যমকে জানান, লাইনচ্যুতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত উদ্ধারকাজ শুরু হবে। পরবর্তীতে এই লাইনচ্যুতির পেছনের কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হতে পারেও বলে উল্লেখ করেন তিনি।


