বলিউডের দুই সুপারস্টার সালমান খান এবং ঐশ্বরিয়া রাইয়ের প্রেমকাহিনী বিটাউনে একেবারে চর্চিত বিষয়। দর্শকরা এই জুটিকে একসঙ্গে দেখতে দারুণ পছন্দ করেন, তবে প্রেম ভাঙনের পর গত ১৫ বছর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। ঐশ্বরিয়া জুনিয়র বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, কিন্তু সালমান এখনও অবিবাহিত। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেক বচ্চনের সম্পর্ক ভাঙার খবর সামনে আসায় আবারও সালমান ও ঐশ্বরিয়ার পুরোনো সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে।
দর্শকরা এখনো চায় যে সালমান ও ঐশ্বরিয়া আবারও মিলিত হোক। ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের ফলে সেই আশা নতুন করে জেগেছে। তবে এই পুরোনো সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে সালমানের সাবেক প্রেমিকা সোমী আলীর একটি সাম্প্রতিক সাক্ষাৎকারের কারণে। ভারতের গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত সাক্ষাৎকারে সোমী দাবি করেছেন যে, ঐশ্বরিয়ার প্রেমে পড়েই সালমান তাকে ছেড়ে দেন।
সোমী জানান, ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার সেটে সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে রোমান্স শুরু হয়। সেই সময় ঐশ্বরিয়া নাকি গোপনে সালমানের বাড়ির নিচের তলার জিমে একান্তে সময় কাটাতে আসতেন।
গুঞ্জন রয়েছে যে, ঐশ্বরিয়া সালমানের সঙ্গে গোপনে বিয়েও করেছিলেন। লোনাভালার একটি বিলাসবহুল বাংলোয় তাদের বিয়ের আসর বসেছিল, যেখানে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধু। তবে ঐশ্বরিয়ার বাবা-মায়ের সম্মতি ছিল না, এবং মুম্বাইয়ের শোবিজে ধর্মান্তরের কথা পর্যন্ত রটে গিয়েছিল।
এদিকে, ঐশ্বরিয়ার বাবা-মা সেই বিয়েতে উপস্থিত ছিলেন না বলে জানা যায়। বিয়ের পর সালমান ও ঐশ্বরিয়া নিউইয়র্কে মধুচন্দ্রিমায়ও গিয়েছিলেন বলে শোনা যায়, কিন্তু এসব ঘটনাগুলোর সত্যতা কখনোই নিশ্চিত হয়নি।
এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া এসব গুঞ্জনকে মিথ্যা দাবি করে বলেন, “যদি আমি বিয়ে করতাম, তাহলে গোটা ইন্ডাস্ট্রি জানতে পারত। আমি এমন মানুষ নই যে বিয়ের মতো বড় বিষয়কে অস্বীকার করব। আমি আমার ধর্মকে (হিন্দু ধর্ম) সম্মান করি।”
২০০২ সালে সম্পর্কের ইতি টেনেছিলেন ঐশ্বরিয়া ও সালমান, এরপর দুজনের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় এবং কখনো একসঙ্গে কাজ করেননি। সালমানের সঙ্গে বিচ্ছেদের পর ঐশ্বরিয়া অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন, তাদের একটি কন্যা রয়েছে, নাম আরাধ্য। তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, অভিষেকের সঙ্গে তার সম্পর্কও ভাঙতে যাচ্ছে।
ঐশ্বরিয়ার মতো সালমানও একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, যার মধ্যে রয়েছেন সংগীতা বিজলানি, শাহিন জাফরি, সোমি আলী, ক্যাটরিনা কাইফ, ইউলিয়া ভান্তুরসহ আরও অনেকেই। যদিও সঙ্গীতার সঙ্গে বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়েছিল, কিন্তু সেই বিয়েটা কখনো হয়নি। তবে সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্কের অধ্যায়টি সর্বাধিক আলোচিত।