বলিউড সুপারস্টার সালমান খানের জীবনে একাধিক প্রেম এসেছে, তবে বিয়ের জন্য তিনি একবারই প্রস্তুত হয়েছিলেন। কেরিয়ারের শুরুতে সালমান খান এক অভিনেত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের বিয়ের কার্ডও ছাপা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তা ভেঙে যায়।
এক প্রতিবেদন অনুযায়ী, সালমান খানের বিয়ের প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছিল, কিন্তু ২৪ বছর আগে, সালমান আচমকাই বিয়ের পরিকল্পনা বাতিল করেন। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা একটি সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত জানান।
সাজিদ জানিয়েছেন, সালমান এবং সঙ্গীতা বিজলানির বিয়ের দিন ১৯৯৯ সালের ১৮ নভেম্বর ছিল সালমানের বাবা সেলিম খানের জন্মদিন। সব কিছু প্রস্তুত ছিল, কিন্তু ঠিক পাঁচ দিন আগে সালমান হঠাৎ করে জানিয়ে দেন যে তার বিয়ে করার মুড নেই।
সালমানের এমন সিদ্ধান্তে সবাই অবাক হয়ে গিয়েছিল, কিন্তু সালমানের কথা অমান্য করার সাহস তখনও কেউ পায়নি। সালমান এবং সঙ্গীতা বিজলানির প্রেম ১৯৮৬ সাল থেকে চলছিল। সঙ্গীতা তখন সালমানের থেকে ৬ বছর বড় ছিলেন।
যদিও তারা বিয়ের পিঁড়িতে বসেননি, সঙ্গীতা পরবর্তীতে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিনকে বিয়ে করেন, তবে তাদের সংসারও স্থায়ী হয়নি। ২০১০ সালে তাদের ডিভোর্স হয়ে যায়।
এমএ//