সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় তাদেরকে আদালত চত্বরে আনা হয় এবং সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।ঢাকা বারের সভাপতি খোরশেদ তাদের রিমান্ড মঞ্জুর এর বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের দুজনকে আদালতে আনা হলে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা নানা স্লোগান দিতে থাকে।
দুজনের বিচার দাবি করে ঢাকা বারের সভাপতি খোরশেদ বলেন, ”আনিসুল হক এবং সালমান এফ রহমান ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ধ্বংস করতে চেয়েছিল। তারা শিশু-কিশোরদের রক্তের ওপর দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল।”
গতকাল (১৩ আগস্ট) তাদের গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানার পুলিশ তাদের দুজনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হয়।তাদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনার প্রেক্ষিতে নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এসব হত্যা মামলায় ইন্ধনদাতা হিসেবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে।
নাসিফ/এমএ//