সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন সংশ্লিষ্ট এক মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।
গত ১৩ আগস্ট নদীপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার হন। পরে একাধিক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
আরএস