২০২২ সালে মর্নিং ওয়াকে বেরিয়ে হুমকি চিঠি পেয়েছিলেন সালমান খান। যেখানে তাকে ও তার বাবা সেলিম খানকে মেরে ফেলার কথা লেখা হয়েছিল। এমনকি, কানাডা-ভিত্তিক পলাতক গ্যাংস্টার এক সাক্ষাৎকারে জানিয়েছিল, সালমান খান রয়েছেন তাদের হত্যা তালিকায়।
এবার যেনো তারই ইঙ্গিত দেখা গেলো। গতকাল রোববার সকাল ৫টায় একটি মোটরসাইকেলে একজন অজ্ঞাত ব্যক্তি মিস্টার খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধারনা করা হচ্ছে সালমান খানকে হত্যার উদ্দেশ্যেই এই গুলি ছোড়া হয়েছিলো।
ঘটনার পর পরই মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং গুলি চালানো ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে এবং সালমান খানের বাড়িতে বাড়তি নিরাপত্তার ব্যাবস্থাও করা হয়েছে। তবে এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত সালমান খান বা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।