বলিউড সুপারস্টার সালমান খানের নাম ব্যবহার করে প্রতারণার ঘটনা সামনে এসেছে। সালমানের অসংখ্য ভক্ত তার সম্পর্কে নতুন কোনো খবর শুনলেই তা যাচাই না করে বিশ্বাস করে ফেলেন। এবার এই সুযোগে তার নাম জড়িয়ে শত শত ভুয়া টিকিট বিক্রির ঘটনা ঘটেছে।
প্রতারণার বিষয়টি সালমান খানের নজরে এলে তার ব্যক্তিগত সহকারী জর্ডি প্যাটেল সতর্কবার্তা জারি করেন। ভুয়া খবর ছড়ানো হয় যে, আগামী ৫ অক্টোবর সালমান খান আমেরিকায় একটি অনুষ্ঠান করতে যাচ্ছেন। সেই ভুয়া অনুষ্ঠানের নামে টিকিট বিক্রি শুরু হয়ে যায়।
এ ঘটনার পর সালমান খানের পক্ষ থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, “সালমান আমেরিকায় এমন কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। এই খবর সম্পূর্ণ ভুয়া।” পাশাপাশি সালমানের নাম ব্যবহার করে টিকিট বিক্রির প্রতারণার ব্যাপারেও সতর্ক করা হয়।
জর্ডি প্যাটেল আরও লেখেন, “খুব সাবধান! এই টিকিটগুলো কিনবেন না, এটি প্রতারণা।” যদিও সালমান খান নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। কিছুদিন আগেই তিনি মুম্বাইয়ে ফিরেছেন এবং এরপর মালাইকা অরোরার বাড়িতে গেছেন, যেখানে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মালাইকার সৎ বাবা অনিল মেহতা তাদের ছয়তলার ছাদ থেকে লাফ দেন।
এর আগে, গত মাসে সালমান খান গুরুতর আহত হন এবং পাঁজরে আঘাত পান। অসুস্থ অবস্থাতেই তিনি শিশুদের একটি অনুষ্ঠানে অংশ নেন, যা পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।