কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর দেশে নানা স্থানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, যা থেকে সিনেমা হলও রেহাই পায়নি। এই প্রসঙ্গে চিত্রনায়ক সিয়াম আহমেদ একটি অনুষ্ঠানে তার উদ্বেগ প্রকাশ করেছেন।
সিয়াম বলেন, “রাস্তাটা সহজ রাখুন। আপনাদের সঙ্গে আমাদের দেখা হয় সিনেমা হলে। যদি সেই হলটাই ভেঙে দেন, তাহলে কোথায় আপনাদের সঙ্গে দেখা হবে? আমাদের এখনও অনেক কিছু নির্মাণের বাকি আছে। আমাদের পথচলায় আর বাধা দেবেন না। যখনই এমন অন্যায় দেখবেন, দয়া করে আপনার কণ্ঠ তুলুন—এটাই আমার অনুরোধ।”
প্রসঙ্গত, সিয়াম কোটা সংস্কার আন্দোলনে বেশ সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি তাকে রাজপথেও দেখা গেছে।
এমএ//