দেশে প্রতিনিয়তই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। একেক পর এক দ্রব্যের দাম বৃদ্ধিতে যেন নাভিশ্বাস উঠে গেছে ক্রেতাদের। এই অবস্থায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে বর্তমান রাষ্ট্র ও সরকার প্রধানকে যথারীতি হুংকার দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
১১ অক্টোবর (শুক্রবার) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই হুশিয়ারি দেন।
সরকারকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, সিন্ডিকেট দমন করে অতিশীঘ্রই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করুন। খালি পেটে রাষ্ট্র সংস্কারের আলাপ মাথায় ডুকবে না।
এর আগে স্বৈরাচার শেখ হাসিনার পতন পরবর্তী পুলিশ-প্রশাসনে আওয়ামী সহযোগীদের বহাল রাখা এমনকি গণহত্যায় মূল অভিযুক্ত কর্মকর্তাদের নিরাপদে দেশত্যাগ করতে দেওয়ায় ক্ষোভ ঝাড়েন তিনি। একইসঙ্গে এই সমন্বয়ক অন্তর্বর্তীকালীন সরকারের এমন নিষ্ক্রিয়তাকে ‘ব্যর্থতার পরিচায়ক’ বলেও উল্লেখ করেন।