সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ঢাকা টেস্ট ড্র করলেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ।
সিলেটে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারানোর পর সোমবার ক্রিকেটারদের নৈশভোজে ডাকেন বোর্ড সভাপতি। রাজধানীর পাঁচ তারকা হোটেলে সেই নৈশভোজ শেষে বেরিয়ে মুখে উজ্জ্বল হাসি নিয়ে কথা বলেন তিনি। সেখান থেকে বেরিয়ে নাজমুল হাসান জানান, সিরিজ জিতলে তাদের দেওয়া হবে অনেক বড় বোনাস। ক্রিকেটারদের তরফ থেকে বোনাস চাওয়া হয়েছিল। তাদের প্রত্যাশা পূরণ করা হবে জানিয়ে নাজমুল হাসান বলেছেন, ‘বোনাসের কথা… বলে নাই। ওরা শুনতে চেয়েছিল। আসার সময় একজন বলেছিল। আমি বলেছি এটা তো সিরিজ জিতলে পাবে। সিরিজ জিতলে অনেক বড় কিছু পাবে। এটাতে কোন সন্দেহ নেই।’
পাপন আরো জানান, ভবিষ্যতে সাকিব আল হাসান-তামিম ইকবালদের অনুপস্থিতিতে যাতে বাংলাদেশ দলকে ভুগতে না হয় সেই চেষ্টা চালাচ্ছেন তারা।