এশিয়ান কাপে টানা তিন ম্যাচ হেরে আসর থেকে খালি হাতে বিদায় নিয়েছে ভারত। মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সিরিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরে গেছে ভারত। এই ম্যাচে মাঠে নামার আগে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী বলেছিলেন—ফিফার র্যাংকিংয়ে ১১ ধাপ ওপরে থাকা সিরিয়ার বিপক্ষে ১২০ ভাগ শক্তি দিয়ে লড়াই করবেন।
লড়াইটা ঠিকই করেছিলেন সুনীলরা। ৭৫ মিনিট পর্যন্ত সিরিয়াকে ঠেকিয়ে রাখে ভারত। ৭৬ মিনিটে ভারত গোল হজম করে। একমাত্র গোলটি করেন সিরিয়ার ওমর। আর তাতেই ভারতের স্বপ্ন ভেঙে যায়।নিজেদের ইতিহাসে এশিয়ান কাপে এটাই হবে যুদ্ধবিধ্বস্ত দেশটির সেরা সাফল্য।
এর আগে দুই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ও উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছে ভারত।তিন ম্যাচের তিনটিতেই হেরে একেবারে খালি হাতে ফিরল ভারত।