সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকর্মীদের অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে দুইটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকায় অব্যাহত দেওয়া হয়েছে তাদের।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ ও আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল এর সিদ্ধান্তে তাদেরকে অব্যাহতি দেয়া হয়।
অব্যাহতি পাওয়া পাঁচ নেতা হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির রজব আহমদ মহানগর, শিমুল আহমদ মহানগর যুবদলের কমিটিতে সহ-সাধারণ সম্পাদক, যুবদলের কমিটিতে যুগ্ম সম্পাদক, ইমাম উদ্দিন জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সম্পাদক, ফাহিম আহমদ জেলা যুবদলের কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া সাত্তার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একসঙ্গে দুটি অঙ্গ সংগঠনের দায়িত্বে থাকতে পারবেন না। কিন্তু অব্যাহত প্রাপ্ত সদস্যরা একটি পদে থাকা সত্ত্বেও জেলা যুবদলের ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদ লাভ করার কারণে তাদেরকে সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।