লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি জানার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের কাজে বাধা দেয়। পরে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে ফিরে যায়।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১১টার দিকে পাটগ্রামের দহগ্রাম ক্লাব পাড়া এলাকায় ৮/৪১ নম্বর পিলারের কাছাকাছি শূন্যরেখার সংলগ্ন অংশে বিএসএফ সদস্য ও কিছু শ্রমিক বেড়া নির্মাণ শুরু করে।
স্থানীয় পানবাড়ি বিজিবি ক্যাম্পের টহল দল খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে বেড়া নির্মাণে বাধা দেয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনো দেশের সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে বেড়া বা স্থাপনা তৈরি নিষিদ্ধ, শুধুমাত্র কৃষিকাজের অনুমতি দেওয়া হয়।
বিজিবির বাধার পর বিএসএফ কাজ বন্ধ করলেও কিছুক্ষণ পর একটি বড় দল নিয়ে পুনরায় বেড়া নির্মাণের চেষ্টা করে।