বাংলাদেশের সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক স্বর্ণা দাস ও শ্রী জয়ন্ত হত্যার প্রতিবাদের বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েবিক্ষোভ সমাবেশর (চবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে সীমান্তে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে শিক্ষার্থীরা
“কাঁটাতারের বেবাক ঘাস, হইয়া উঠুক স্বর্ণা দাস”, “ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ” প্রভৃতি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, “সীমান্তে ভারতীয় সন্ত্রাসী সীমান্তরক্ষী বিএসএফ কর্তৃক এপর্যন্ত অনেক বাংলাদেশি শহিদ হয়েছেন। অসম পানি বন্টন চুক্তির কারণে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। ফ্যাস্টিস্ট হাসিনার সরকার এবিষয়ে নীরব ছিলো। নতুন সরকারকে আমরা নীরব দেখতে চাই না। ভারতীয় আগ্রাসন ও সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যা রোধে জোরদার পদক্ষেপ নিতে হবে। সাম্রাজ্যবাদী ভারতকে আন্তর্জাতিক আইনের আওতায় কাঠগড়ায় দাঁড় করাতে হবে।”
ক্রিমিনোলজি & পুলিশ সায়েন্সের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী এসএম সিহাব বলেন, “দেশে স্ক্রিপ্টেড নাটক সাজিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হচ্ছে। আর ঐদিকে সীমান্তে ফেলানী, জয়ন্ত থেকে স্বর্ণা দাস, একের পর এক লাশ ঝুলছে। সাম্রাজ্যবাদী ভারতের সকল আগ্রাসন রোধে অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান ভূমিকা আমাদের প্রত্যাশ্যা।”