বলিউড সুপারস্টার শাহরুখ খান সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে বিশেষ পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাকে অভিনয়ে আজীবন কৃতিত্বের জন্য ‘পার্দো আলা ক্যারিয়েরা’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়, যা লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে দেওয়া হয়।
এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খান লোকার্নো চলচ্চিত্র উৎসবে আজীবন কৃতিত্বের পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় তারকা। শনিবার সন্ধ্যায় পিয়াজা গ্র্যান্ড স্কোয়ারে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে সাদাকালো পোশাকে লাল গালিচায় পোজ দেন শাহরুখ খান। পুরস্কার গ্রহণের সময় মঞ্চে উঠে তিনি বলেন, ‘এটা সত্যিই ভারী।’ পরে, পুরস্কার একপাশে রেখে অভিনেতা জানান, ‘আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাকে এইভাবে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।’
এমএ//