সুইমিং পুলে পা পিছলে পড়ে গিয়ে পানিতে ডুবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মিরপুর কনভেনশন সেন্টার সুইমিং পুলে এ ঘটনা ঘটে। রাতে গণসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ওই শিক্ষার্থীর নাম খন্দকার শরিফুল হাসান (অর্ণব)। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।
শরিফুলের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড কামরুল আহসান শোক প্রকাশ করেছেন। তিনি মৃতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।